অনলাইনে স্পোকেন প্র্যাকটিস
IELTS পরীক্ষার স্পোকেন অংশে ভালো করার জন্য বেশি বেশি প্র্যাকটিসের কোন বিকল্প নেই। কিন্তু প্রচলিত কোচিং ব্যবস্থায় অপরিচিত ব্যক্তি বা সহপাঠীদের সামনে সংকোচ ও জড়তার কারণে মুখ ফুটে ইংরেজীতে কথা বলা হয়ে ওঠেনা অধিকাংশেরই। তারপর আবার ক্লাসে দুই একজন যদি ইংরেজীতে বেশি তুখোড় হয়, তবে তাদের সামনে লজ্জায় আড়ষ্টতা বেড়ে যায় বহুগুণ। এই সমস্যার সমাধান হলো ক্লাসরুমে শিক্ষকের সান্নিধ্যে স্পোকেনের কৌশল রপ্ত করার পর বাসায় বসে একা একা নিজের মতো করে কথা বলা এবং তা কেবলমাত্র শিক্ষককেই শোনানো; অর্থাৎ স্পোকেনের জন্য প্রাইভেট টিউটরের মতো সেবাগ্রহণ করা। যতই বলুন বন্ধু বান্ধবের সাথে ইংরেজীতে কথা বলতে হবে যাতে জড়তা ভাঙে, প্র্যাকটিক্যাল ক্ষেত্রে দেখবেন নিজস্ব হীনমন্যতা, লজ্জা আর পাছে-শ্রোতা-কিছু-বলে এই ভাবনাই নতুন স্টুডেন্টদের একদম কুঁকড়ে ফেলে । জিআরই সেন্টারের প্রিমিয়াম আয়েল্টস কোর্স এই স্টুডন্টদের অন্য সব সেকশনের পাশাপাশি স্পোকেনে নিয়ে এসেছে অভিনব এক অনলাইন সেবা, যা বাংলাদেশের আর কোন প্রতিষ্ঠানে পাবেন না।
শিক্ষকের সাথে স্পোকেন ক্লাস যথারীতি থাকছেই
অনলাইনে আপনি আমাদের কাছ থেকে বাড়তি যে সেবাটি পাচ্ছেন তা সম্পূর্ণ বোনাস। ক্লাসরুমে শিক্ষকের সামনে বসে কথা বলার যে নিয়ম, তার কিন্তু কমতি হচ্ছে না। মানে, একই আয়েল্টস কোর্স অন্যখানে করলে আপনার বন্ধু যেখানে শুধু ক্লাসরুম ভিত্তিক স্পোকেনের ক্লাস পেতো, এবং হয়ত জড়তা বা লজ্জায় কথাই বলতো না, আপনি সেখানে তার মতো ক্লাসরুমের সুবিধা তো পাচ্ছেনই, সাথে ঘরে ফিরে সুবিধামত সময়ে অনেকগুলো স্পোকেন প্র্যাকটিস করতে পারছেন একদম জড়তাহীন ভাবেই। আমাদের কোন অ্যায়েল্টস ব্যাচের সাথে যাচাই ক্লাস করেই দেখুন এটি কেমন যাদুর মতো কাজ করে।
একনজরে: যেভাবে এটি কাজ করে
- (১) ভর্তি হবার পর প্রতিটি স্টুডেন্ট পাবেন তাদের অনলাইন অ্যাকাউন্ট। otes.grecenter.org এই ঠিকানায় গিয়ে ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে নিজের অ্যাকাউন্টে প্রবেশ করুন।
- (২) স্পোকেনের অ্যাসাইনমেন্টে যান, এবং নিজের স্পোকেন টাস্ক রেকর্ড করুন।
- (৩) রেকর্ডকৃত ফাইলটি সাবমিট করুন।
- (৪) আমাদের আয়েল্টস ফ্যাকাল্টি আপনাদের সাবমৃটকৃত ফাইলটি ভালো করে শুনবেন, কোথায় কী ভুল ত্রুটি হয়েছে তার বিস্তারিত ফিডব্যাক দিয়ে গ্রেডিং করবেন। উদাহরণস্বরূপ, ২.০৪ মিনিটের উক্ত শব্দটি আসলে এভাবে উচ্চারণ করতে হবে, ইত্যাদি।
- (৫) ফ্যাকাল্টির গ্রেডিং ও ফিডব্যাক অনুসারে স্পোকেন প্র্যাকটিস করে নিজের স্পোকেনের মান উন্নত করুন।
ছবির সাহায্যে বিস্তারিত বিবরণ
আমরা ধরে নিচ্ছি যে আমাদের অনলাইন লার্নিং সিস্টেমে আপনার একটি স্টুডেন্ট অ্যাকাউন্ট রয়েছে। আমরা আরো ধরে নিচ্ছি যে আপনার কম্পিউটারের মাইক্রোফোন, সাউন্ড কার্ড এবং স্পিকার সব ঠিকঠাক আছে। ভয়েস রেকর্ড করার জন্য বিভিন্ন সফটয়্যার পাওয়া যায়, আমরা এখানে সবচেয়ে সহজ পদ্ধতিটি দেখাবো, যার জন্য আপনার ক্রোম ব্রাউজার থাকতে হবে।
১. প্রথমেই এই লিঙ্কে হিট করে গুগল অ্যাপ স্টোরে যান: https://chrome.google.com/webstore
২. সার্চের স্থানে টাইপ করুন Voice Recorder এবং এই ছবির মতো একটি অ্যাপ আসলে তা ইন্সটল করুন।
৩. ক্রোম ব্রাউজারের chrome://apps/ অংশে গিয়ে দেখবেন অ্যাপটি সংযুক্ত অবস্থায় আছে। রান করতে ক্লিক করুন।
৪. অ্যাপটি রান করতে আপনাকে অনলাইনে থাকতে হবে। রান হবে http://online-voice-recorder.com/ লিংক থেকে। তখন এমন একটি স্ক্রিন দেখবেন:
৫. তখন একটি বা দুটি অ্যালার্ট আসবে, দেখতে এরকম:
এবং তারপর ; দুটোই অ্যাগ্রি করে সামনে এগিয়ে যান।
৬. রেকর্ড শুরু হলে স্ক্রিন এমন দেখাবে:
৭. রেকর্ড থামাতে হলে সবুজ বৃত্তের মাঝের কালো বর্গচিহ্নে ক্লিক করুন, তখন স্ক্রিনটি এমন দেখাবে:
৮. চাইলে লাল অংশে ক্লিক করে পুনরায় রেকর্ড করতে পারেন, অথবা যা রেকর্ড করেছেন তা এভাবে সেভ করতে পারেন। Save লেখা বাটনে ক্লিক করলে তা একটু পরে Click to Save হিসাবে শো করবে, তখন ক্লিক করে সেভ করুন।
৯. ফাইলটি MP3 হিসাবে সেভড হবে। এবার আপনাকে অনলাইন অ্যাকাউন্টে প্রবেশ করতে হবে। Link:otes.grecenter.org
১০. অনলাইন অ্যাকাউন্ট থেকে প্রবেশ করে স্পোকেন সেকশনে যান। সেখানে আপনি টাস্ক বা কাজের তালিকা দেখতে পাবেন। যেমন:
১১. টাস্কের লিংকে ক্লিক করলে আপনি নীচের ছবির মতো একটি অংশ দেখবেন:
১২. ফাইল পিকার ওপেন হলে Choose File অংশে ক্লিক করে আপনার সেভকৃত ফাইলটি লোকেট করে দিন এবং এরপর Upload this file লিংকে ক্লিক করে এটি উঠিয়ে দিন।
১৩. আপনার ফাইলটি এভাবে প্রদর্শিত হবে
১৪. এবার Save changes অংশে ক্লিক করে বেরিয়ে আসুন। ব্যাস, আপনার ফাইল সাবমিশন হয়ে গেল।
শিক্ষকের গ্রেডিং ও ফিডব্যাক পাওয়া
যথা সময়ে আপনার শিক্ষক ওই অডিও ফাইলটি শুনে তার মতামত দেবেন এবং গ্রেডিং করবেন। নীচে একটি নমুনা ছবি দেওয়া হলো।
0 comments:
Post a Comment