ফ্রি ইন্টারনেট, কিভাবে ব্যবহার করবেন জেনে নিন !!



আজ থেকে চালু যাচ্ছে বাংলাদেশের internet.org কর্তৃক ফ্রি ইন্টারনেট সার্ভিস। বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, রবি আজিয়াটা ও ফেসবুকের যৌথ উদ্যোগে এই সেবা চালু হচ্ছে। ইন্টারনেট ডট ওআরজির (internet.org) প্রকল্পের মাধ্যমে এ সুবিধা পাওয়া যাবে।
যা করতে হবে : এই ফ্রি সার্ভিস অ্যাকটিভ করতে চাইলে আপনাদের যা করতে হবে তা হলো প্রথমে internet.org এর অফিসিয়াল Appটি আপনার ফোনে ইনস্টল করুন।
আজ রোবাবার (১০ মে) থেকে এই সেবা চালুর পর থেকেই প্রযুক্তিপ্রেমীরা (internet.org) মাধ্যমে বিনা খরচে (জিরো ইন্টারনেট) ফেসবুকসহ সংশ্লিষ্ট (নির্দিষ্ট) সেবাগুলো ব্যবহার করতে পারবেন।
এরপর আপনি এই Appটি দিয়ে বেশকিছু সাইট বিনামূল্যে ব্রাউজ করতে পারবেন।
Apps টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন... (Click here)
অথবা নিচের লিঙ্ক :
https://userscloud.com/0390el15r2p6
থেকে Appটি ডাউনলোড করে নিন।  তারপর আপনি ইচ্ছামত ফ্রি ব্রাউজে মেতে উঠুন।
এর আগে ইন্টারনেট ডট ওআরজি প্রকল্পের একটি টিম বাংলাদেশে প্রকল্পটি চালুর বিষয়ে কাজ করে গেছে। ওই কাজের তদারকি করেন প্রকল্পের দক্ষিণ-পূর্ব এশিয়ার সমন্বয়কারী দিপ্তি গোরে।
টিমটি প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্প, ২০টি এনজিও, দুটি জাতীয় দৈনিক, মোবাইলফোন অপারেটরসহ আরও কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলে। প্রতিষ্ঠানগুলো বিনামূল্যে ইন্টারনেট 



0 comments:

Post a Comment