(১) আমু হাদিজী নামের এই ইরানী ভদ্রলোক ৬০ বছর ধরে গোসল করেন না।
(২)জুলিয়া গান্থেল নামের এই ভদ্র মহিলাকে বিশ্বের সবথেকে নমনীয় মহিলা বলা হয়।
(৩)রোল্ফ বুকোল্জ নামের এই জার্মান ভদ্রলোক ৪৫৩টি রিং এবং দুটি শিং নিয়ে জীবন যাপন করছেন।
(৪) সাধু অমর ভারতী নামের এই ভদ্রলোক ১৯৭৩ সাল থেকে তার ডান হাত উপরে উঠিয়ে রেখেছেন।
(৫) আক্ষত সাক্সেনা নামের এই ছোট্ট ছেলেটির প্রতি হাতে ৭টি করে এবং পায়ে ১০টি করে আঙ্গুল আছে।
(৬)তাও পর্চন লিঞ্চ নামের ভদ্র মহিলা ৭০ বছর ধরে যোগ ব্যায়ামের টিচার হিসেবে কাজ করছেন।
(৭) মিষ্টার থাই নামের এই ভিয়েতনামী ভদ্র লোক ১৯৭৩ সাল থেকে ঘুমান না, কারন দুরারোগ্য জ্বরে ভুগছেন তিনি।
(৮)ফ্রান্সি্স্কো ডোমিঙ্গো জোকুইম নামের এই ভদ্র লোককে পৃথিবীর সবথেকে বড় গ্রাসের লোক বলা হয়।
(৯)রাম সিং চৌহান, পৃথিবীর সব থেকে বড় গোফ নিয়ে চলাফেরা করছেন।
(১০) মিচেল লতিতো নামের এই ভদ্রলোক খাবারের পরিবর্তে লৌহ খেয়ে বেচে থাকেন।
0 comments:
Post a Comment