বিশ্বের বিস্ময়কর যত সীমান্ত এলাকা !!
নেই কোন কাটাতার,নেই রক্ষী,নেই বন্ধুকের গুলির আওয়াজ,নেই কোন ধরাধরি। আছে বিভক্তকারী রেখা। কোথাও নদী বিভক্ত করেছে একাধিক দেশকে। কোথাও আবার সামান্য তল্লাশি চৌকি। সীমান্তের এপারে-ওপারে দাঁড়িয়ে খেলা যায়; কোথাও আবার একসাথে বসে চা পান করছেন দুজন, কিন্তু একজন একদেশে, অন্যজন আরেক দেশে! ...