0

বিশ্বের বিস্ময়কর যত সীমান্ত এলাকা !!

নেই কোন কাটাতার,নেই রক্ষী,নেই বন্ধুকের গুলির আওয়াজ,নেই কোন ধরাধরি। আছে বিভক্তকারী রেখা। কোথাও নদী বিভক্ত করেছে একাধিক দেশকে। কোথাও আবার সামান্য তল্লাশি চৌকি। সীমান্তের এপারে-ওপারে দাঁড়িয়ে খেলা যায়; কোথাও আবার একসাথে বসে চা পান করছেন দুজন, কিন্তু একজন একদেশে, অন্যজন আরেক দেশে! ...

1

টাইটানিকের কিছু অজানা রহস্য !!

  ১৯১২ সালের ১৪ এপ্রিল, ঘড়ির কাঁটা তখন রাত ১১ টা ৪৫ মিনিটের ঘরে। টাইটানিক তখন মাত্র উত্তর আটলান্টিক সমুদ্রে পৌঁছেছে। টাইটানিক জাহাজটি যেই পথ দিয়ে যাচ্ছিল সেই পথে পানির নিচে চুপটি করে ঘাপটি মেরে বসেছিল আইসবার্গ। এই আইসবার্গের সাথে ধাক্কা লেগে ধীরে ধীরে আটলান্টিক সমুদ্রের ...